রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমরা মাগরিবের ছালাতের ন্যায় (মাঝখানে বৈঠক করে) বিতর আদায় করো না’ (দারাকুৎনী হা/১৬৩৪-৩৫, সনদ ছহীহ)। চার খলীফাসহ অধিকাংশ ছাহাবী, তাবেঈ ও মুজতাহিদ ইমামগণ এক রাক‘আত বিতরে অভ্যস্ত ছিলেন (মির‘আত ৪/২৫৯)। তিন রাক‘আত বিতর একটানা এক সালামে পড়াই উত্তম (হাকেম ১/৩০৪)। সেখানে যেহেতু মাঝখানে কোন বৈঠক নেই, সেহেতু তৃতীয় রাক‘আতে দাঁড়ানোর সময় রাফ‘উল ইয়াদায়েন করতে হবে না (বিঃদ্রঃ ছালাতুর রাসূল (ছাঃ) ‘বিতর’ অনুচ্ছেদ)।
মাগরিবের ছালাতের ন্যায় তিন রাক‘আত বিশিষ্ট বিতর ছালাতের ৩য় রাক‘আতে দাঁড়ানোর সময় রাফ‘ঊল ইয়াদায়েন করতে হবে কি?
This entry was posted in তিন রাক‘আত বিশিষ্ট বিতর ছালাতের ৩য় রাক‘আতে দাঁড়ানোর সময় রাফ‘ঊল ইয়াদায়েন কর and tagged রাফ‘উল ইয়াদায়েন. Bookmark the permalink.