অবশ্যই গুনাহগার হবে। কেননা পিতা-মাতার হক সন্তানের উপর অপরিসীম, যা কখনো পূরণীয় নয়। তাঁরা খেদমত স্বীকার করুন বা না করুন, তাদের সেবা করা সন্তানের জন্য অবশ্য কর্তব্য। এমনকি তারা শিরক করতে চাপ দিলেও তা থেকে বিরত থেকে তাদের সাথে সদাচরণের নির্দেশ দেওয়া হয়েছে (লোকমান ১৫)। এছাড়া তারা অমুসলিম হ’লেও তাদের সাথে নম্র ব্যবহার এবং তাদের ভরণ-পোষণের নির্দেশ দেওয়া হয়েছে (বুখারী, মুসলিম; মিশকাত হা/৪৯১৩)।
সন্তান পিতা-মাতার জন্য যা করণীয় তা পালন করার পরও তারা এটাকে অস্বীকার করছেন। এমতাবস্থায় দায়িত্বপালন থেকে বিরত থাকলে সন্তান গোনাহগার হবে কি?
This entry was posted in পিতা-মাতার দায়িত্ব পালন করলে তা অস্বীকার করলে দায়িত্ব পালন বনধ রাখা যাবে কি?. Bookmark the permalink.