ফাসিক ও বিদ‘আতীর পিছনে ছালাত আদায় করা মাকরূহ। রাসূল (ছাঃ) বলেন, ইমামগণ ছালাতে ভুল করলে তোমাদের রয়েছে নেকী ও তাদের জন্য রয়েছে গোনাহ’ (বুখারী, মিশকাত হা/১১৩৩)। এমতাবস্থায় মুক্তাদীর ছালাত কবুল হবে। যুহরী বলেন, বাধ্যগত অবস্থায় ব্যতীত আমরা এমন ইমামের পিছনে ছালাত আদায় জায়েয মনে করতাম না (বুখারী হা/৬৯৫-৯৬)। অতএব বিদ‘আতী ও সুন্নাতকে অমান্যকারী ব্যক্তিকে ইমাম বানানো যাবে না। কেননা এতে তাকে সম্মান দেখানো হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি কোন বিদ‘আতীকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহ, ফেরেশতামন্ডলী ও সকল মানুষের লা‘নত পতিত হয়’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৭২৮)। তিনি আরও বলেন, তোমাদের মধ্যে কেউ ‘মুনকার’ কিছু দেখলে তা যেন হাত দিয়ে প্রতিরোধ করে। নইলে যবান দিয়ে। নইলে অন্তর দিয়ে ঘৃণা করে। আর এটা হ’ল দুর্বলতম ঈমান’ (মুসলিম, মিশকাত হা/৫১৩৭)। ফাসেক ও বিদ‘আতীকে সালাম না দেওয়াই ছিল সালাফে ছালেহীনের রীতি।
বিদ‘আতী ইমামের পিছনে ছালাত আদায় করলে কবুল হবে কি? বিদ‘আতীকে সালাম দেয়া ও সম্মান করা যাবে কি?
This entry was posted in বিদ‘আতী ইমামের পিছনে ছালাত আদায় করলে কবুল হবে কি?, বিদ‘আতীকে সালাম দেয়া ও সম্মান করা যাবে কি?. Bookmark the permalink.