যদি প্রতিষ্ঠানের গঠনতন্ত্রে বিভিন্ন মেয়াদে পৃথক পৃথক শিক্ষক থাকার বিষয়টি আবশ্যিক থাকে, তবে প্রতিষ্ঠান প্রধান দায়ী হবেন। আর তা না থাকলে কমিটির পরামর্শে প্রধান শিক্ষক যাকে যোগ্য মনে করবেন তার নাম প্রস্তাব করতে পারেন। এতে একই শিক্ষক একাধিকবার আসতে পারেন। আর যদি প্রতিষ্ঠান প্রধানের এতে কোন প্রতারণা বা কারসাজি থাকে এবং তিনি যোগ্যতার মূল্যায়ন না করেন, তাহলে অবশ্যই তাঁকে জবাবদিহি করতে হবে (বুখারী হা/২৪৪৯; মিশকাত হা/৫১২৬)। কেননা রাসূল (ছাঃ) হকদারকে তার হক দিতে বলেছেন (বুখারী হা/১৯৬৮)।
কোন শিক্ষা প্রতিষ্ঠানে বার বার একই শিক্ষক দ্বারা কমিটি গঠন করা হয়। যেখানে আর্থিক সম্মানীর ব্যবস্থা রয়েছে। এতে অন্য শিক্ষকগণ অসন্তুষ্ট থাকেন। এভাবে বান্দার হক বিনষ্টের কারণে প্রতিষ্ঠান প্রধানকে আল্লাহ্র কাছে জবাবদিহি করতে হবে কি-না?
This entry was posted in শিক্ষা প্রতিষ্ঠানে বার বার একই শিক্ষক দ্বারা কমিটি গঠন করা যাবে কি?. Bookmark the permalink.