একাকী পৃথকভাবে তাকবীর দেওয়া যাবে না। কেননা হাদীছে বর্ণিত ইমামের অনুসরণ দ্বারা তার ছালাতের তাকবীরসমূহ অনুসরণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। একদা রাসূল (ছাঃ) ছালাতরত অবস্থায় ময়লা থাকার কারণে জুতা খুলে ফেললে ছাহাবায়ে কেরামও জুতা খুলে ফেলেন। পরবর্তীতে রাসূল (ছাঃ) তাদেরকে এরূপ করতে নিষেধ করে বললেন, ময়লা থাকার কারণে আমি খুলে ফেলেছি (আহমাদ, ইবনু হিববান হা/২১৮৫)। এছাড়া বসে ছালাত আদায়কারীর পিছনে দাঁড়িয়ে ছালাত আদায় করা জায়েয (বুখারী, মুসলিম, মিশকাত হা/১১৪০)। এ হাদীছগুলি প্রমাণ করে যে, ইমামের তাকবীর ব্যতীত অন্য কিছু অনুসরণযোগ্য নয়।
বিদ‘আতী ইমামের পিছনে ঈদায়নের ছালাত আদায়ের সময় ‘আমীন বলা’ ও ‘রাফউল ইয়াদায়নে’র ন্যায় অতিরিক্ত তাকবীর সমূহ একাকী আদায় করলে তাতে শরী‘আতে কোন বাধা আছে কি?
This entry was posted in বিদ‘আতী ইমামের পিছনে ছালাত আদায়ের সময় করণীয়।, বিদাতী ইমামের পিছনে নামাজ পড়া যাবে কী? and tagged আমীন বলা, ছালাত, বিদ'আত, রাফ‘উল ইয়াদায়েন. Bookmark the permalink.