ছালাত বাতিল হবেনা। তবে সালাম ফিরানোর পর যখন মনে পড়বে তখন সহো সিজদা দিতে হবে। কারণ এটাও একটা ভুল। আর ভুলের প্রতিকার হচ্ছে সহো সিজদা দেয়া। সালামের পরেও সহো সিজদা দেয়া যায় (বুখারী হা/৭১৫, মুসলিম হা/৫৭৪, মিশকাত হা/১০২১)। যদি তখনও সহো সিজদা দিতে ভুলে যায় তাহলে আর দিতে হবে না।
প্রশ্ন নির্বাচন করুন:
আপনার Facebook পেজে প্রতিনিয়ত আপডেট পেতে নিচের Like বাটনে ক্লিক করুন।