দলবদ্ধভাবে কোরাস গাওয়ার ন্যায় কুরআন পাঠ করা জায়েয হবে কি?


দলবদ্ধভাবে কোরাস গাওয়ার ন্যায় কুরআন তিলাওয়াত করা জায়েয নয়। রাসূল (ছাঃ) বা ছাহাবায়ে কেরাম এভাবে কুরআন তেলাওয়াত করেননি। রাসূল (ছাঃ) বলেছেন যে, যে ব্যক্তি সুর দিয়ে কুরআন তেলাওয়াত করে না, সে আমার দলভুক্ত নয় (বুখারী হা/৭৫২৭, মিশকাত হা/২১৯৪)। এর অর্থ কোরাস দিয়ে দলবদ্ধভাবে পড়া নয় বরং একাকী মধুর সুরে পড়া। যেমন রাসূল (ছাঃ) বলেন, তোমরা কুরআনকে তোমাদের স্বরের দ্বারা সৌন্দর্যমন্ডিত কর। কেননা সুন্দর স্বর কুরআনের সৌন্দর্য বৃদ্ধি করে’ (দারেমী হা/৩৫০১, মিশকাত হা/২২০৮)

This entry was posted in কুরআন দলবদ্ধভাবে কোরাস গাওয়ার ন্যায় পাঠ করা জায়েয হবে কি? and tagged . Bookmark the permalink.