ফজরের আযানের পূর্বে মানুষকে জাগিয়ে দেওয়ার জন্য মসজিদের মাইকে কুরআন তেলাওয়াত, দো‘আ বা ইসলামী গান গাওয়া যাবে কি?


ফজরের আযানের পূর্বে আযান ব্যতীত সকল প্রকার গান, তেলাওয়াত ও যিকির সম্পূর্ণরূপে শরী‘আতবিরোধী কাজ(ইবনু তায়মিয়াহ, ইখতিয়ারাতুল ফিক্বহিইয়াহ, ৪০৭ পৃঃ)। ইবনু হাজার আসক্বালানী (রহঃ) বলেন, সাহারীর সময় (আযান ব্যতীত) লোক জাগানোর নামে অন্য যেসব কাজ করা হয়, সবই বিদ‘আত (ইবনু হাজার, ফাৎহুল বারী ২/১০৪)। ইবনুল জাওযীও অনুরূপ মন্তব্য করেছেন (তালবীসু ইবলীস ১/১২৩; বিস্তারিত দ্রঃ ছালাত রাসূল (ছাঃ) ৭৬, ৭৯ পৃঃ)

This entry was posted in আযানের পূর্বে মানুষকে জাগিয়ে দেওয়ার মাইকে কুরআন তেলাওয়াত করা যাবে কি? and tagged , , . Bookmark the permalink.