খতমে ইউনুস নামে কোন আমল একাকী বা যৌথভাবে করা যাবে কি?


এরূপ কোন আমলের অস্তিত্ব শরী‘আতে নেই। সুতরাং এই দো‘আ ‘এতবার পাঠ করলে এই ফযীলত’-এরূপ আমলের কোন সুযোগ নেই। বরং বিপদের সময় এক বা একাধিকবার দো‘আ ইউনুস পাঠ করতে হয়। রাসূল (ছাঃ) বলেন, যে কোন মুসলিম ব্যক্তি যে কোন সমস্যায় দো‘আটি পাঠ করলে আল্লাহ তা কবুল করেন’ (তিরমিযী হা/৩৫০৫; মিশকাত হা/২২৯২)।

This entry was posted in খতমে ইউনুস নামে কোন আমল একাকী বা যৌথভাবে করা যাবে কি? and tagged , . Bookmark the permalink.