জেহরী ছালাতে ইমাম আমীন বলতে ভুলে গেলে বা ইচ্ছাকৃতভাবে না বললে মুক্তাদীদের আমীন বলতে হবে কি?


আমীন বলা ইমাম-মুক্তাদী উভয়ের জন্য যরূরী। এক্ষণে ইমাম আমীন না বললেও মুক্তাদীরা আমীন বলবে। কারণ রাসূল (ছাঃ) বলেন, ‘যখনই ইমাম ওয়া লাযযা-ল্লীন’ বলবে, তখন তোমরা আমীন বল’। কেননা যার আমীন ফেরেশতাদের আমীন-এর সঙ্গে মিলে যাবে, তার পূর্বেকার সকল গুনাহ মাফ করা হবে’ (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৮২৫)। তবে ইমামের আমীন বলার অপেক্ষা করতে হবে। যদি তিনি না বলেন, তখন মুক্তাদী আমীন বলবে।

This entry was posted in আমীন বলতে ভুলে গেলে মুক্তাদীদের আমীন বলতে হবে কি? and tagged . Bookmark the permalink.