ছহীহ হাদীছে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে ফাঁক বন্ধ করে দাঁড়ানোর নির্দেশ এসেছে। যেমন রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘তোমরা কাতার সমূহে দুই ইট পরস্পরে মিলানোর ন্যায় মিলে দাঁড়াও এবং দুই কাতারের মাঝের ফাঁক নিকটবর্তী রাখবে। কাঁধসমূহ সমান্তরাল রাখবে। ফাঁক বন্ধ কর, যাঁর হাতে আমার প্রাণ রয়েছে তার কসম! আমি শয়তানকে দেখি যে, কালো ছাগলের বাচ্চার মত সে তোমাদের কাতারের মাঝখানের ফাঁকে ঢুকছে’ (আবুদাঊদ, মিশকাত হা/১০৯৩)। ইবনু ওমর (রাঃ) বলেন, তোমার কাতার সোজা কর, কাঁধ সমূহ সমানভাবে মিলাও, ফাঁক বন্ধ কর এবং শয়তানের জন্য কোন স্থান ফাঁকা রেখো না’ (আবুদাঊদ, সনদ ছহীহ, মিশকাত হা/১১০২)। এক্ষণে সম্ভবপর পায়ে পা লাগিয়ে কাতারবন্দী হ’তে হবে। রাগান্বিত মুছল্লীদের সম্ভবপর বুঝানোর চেষ্টা করতে হবে। এরপরেও না বুঝলে নিজের দেহের পরিসর অনুযায়ী দাঁড়াবে।
মাযহাবী মসজিদে ছালাত আদায়ের ক্ষেত্রে পায়ে পা লাগাতে চাইলে পা টেনে নেয় এবং এটা মন্দ দৃষ্টিতে দেখে। এমতাবস্থায় আমার করণীয় কি?
This entry was posted in ছালাত আদায়ের সময় পায়ে পা না লাগালে আমার করণীয় কি? and tagged ছালাত, মাযহাব. Bookmark the permalink.