স্ত্রী স্বামীর নিকটে বা স্বামী স্ত্রীর নিকটে কোন কাজের ব্যাপারে কৈফিয়ত চাইতে পারে কি? বিশেষত তাদের কেউ যদি অপরের অপসন্দের কাজ করে থাকে?


উভয়ে উভয়ের কল্যাণের জন্য সৎ পরামর্শ দিতে পারে। তবে যথাযোগ্য কোন বিষয়ে কৈফিয়ত চাওয়ার অধিকার পরিবার প্রধান হিসাবে কেবল স্বামীর জন্য নির্দিষ্ট। আল্লাহ বলেন, ‘পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল। ….নেককার স্ত্রীলোকগণ হয় অনুগত… (নিসা ৩৪)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘স্বামী তার পরিবারের সদস্যদের দায়িত্বশীল এবং স্ত্রী তার স্বামীর গৃহের ও সন্তানদের দায়িত্বশীল’(বুখারী হা/২৫৫৪; মুসলিম হা/১৮২৯; মিশকাত হা/৩৬৮৫)। স্ত্রী কৈফিয়ত নয় বরং স্বামীর ও সংসারের কল্যাণের জন্য সৎ পরামর্শ দিবে। এছাড়া স্বামীর নিশ্চিত শরী‘আত বিরোধী কোন কর্মকান্ডের ক্ষেত্রে সৎ নিয়তে বাধা দিবে।

This entry was posted in স্ত্রী স্বামীর নিকটে বা স্বামী স্ত্রীর নিকটে কৈফিয়ত চাইতে পারে কি? and tagged . Bookmark the permalink.