এটি সুন্নাত নয়। বরং মুস্তাহাব। কারণ হাদিয়া প্রদান করলে ভালোবাসা বৃদ্ধি পায়। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা পরস্পরকে হাদিয়া দাও ও মহববত বৃদ্ধি কর’ (আল-আদাবুল মুফরাদ হা/৫৯৪; ছহীহুল জামে‘ হা/৩০০৪)। আর রাসূল (ছাঃ) মুসলিম ভাইয়ের জন্য আনন্দদায়ক কিছু করাকে তার নিকটে সর্বাধিক প্রিয় আমলসমূহের অন্যতম হিসাবে গণ্য করেছেন (মু‘জামুল কাবীর হা/১৩৬৪৬; ছহীহাহ হা/৯০৬)। তবে ‘তোমাদের কেউ সফর থেকে ফিরে আসলে সে তার পরিবারের জন্য একটি পাথর হ’লেও হাদিয়া নিয়ে আসবে’ মর্মে বর্ণিত হাদীছটি অত্যন্ত যঈফ(দায়লামী হা/১১৮২; সিলসিলা যঈফাহ হা/২৬১৩)।
চাকুরীস্থল বা সফর থেকে বাড়ী ফিরার সময় গৃহবাসীর জন্য ফলমূল, খাদ্যদ্রব্য বা মিষ্টান্ন নিয়ে আসা কি সুন্নাত?
This entry was posted in বাড়ী ফিরার সময় গৃহবাসীর জন্য খাদ্যদ্রব্য বা মিষ্টান্ন নিয়ে আসা কি সুন্নাত? and tagged খাবার / খাদ্য, সুন্নাত. Bookmark the permalink.