সফর অবস্থায় ছালাত জমা করা যাবে। কারণ জুম‘আ যোহরের স্থলাভিষিক্ত (মু‘জামুল কাবীর হা/৯৫৪৫, ৯৫৪৭; তামামুল মিন্নাহ ১/৩৪০; মাজমা‘উয যাওয়ায়েদ হা/৩১৭১, সনদ হাসান)। রাসূল (ছাঃ) যোহরের সাথে আছরের ছালাত জমা করেছেন। মু‘আয বিন জাবাল (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) তাবূক যুদ্ধে মনযিল ত্যাগের পূর্বে সূর্য ঢলে গেলে যোহর ও আছর-এর ছালাত একত্রে পড়তেন। যদি সূর্য ঢলার পূর্বে প্রস্থান করতেন, তখন যোহরকে বিলম্ব করে যোহর ও আছর একত্রে পড়তেন (আবুদাঊদ হা/১২০৮; মিশকাত হা/১৩৪৪ ‘সফরের ছালাত’ অনুচ্ছেদ)।
সফর অবস্থায় জুম‘আর সাথে আছরের ছালাত জমা করা যাবে কি?
This entry was posted in জুম‘আর সাথে আছরের ছালাত জমা করা যাবে কি?, সফর অবস্থায় জুম‘আর সাথে আছরের ছালাত জমা করা যাবে কি? and tagged ক্বছর/ জমা ছালাত. Bookmark the permalink.