স্ত্রীর হজ্জের খরচ বহন করাকে বিবাহের মোহরানা হিসাবে নির্ধারণ করায় কোন বাধা নেই। রাসূল (ছাঃ) কুরআনের সূরা শিক্ষা দানকেও বিবাহের মোহরানা হিসাবে গণ্য করেছেন (বুখারী হা/৫০২৯; মুসলিম হা/১৪২৫; মিশকাত হা/৩২০২)।
বিবাহের মোহরানা হিসাবে কোন নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজ্জে যেতে ইচ্ছা করে, তবে তা মোহরানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি?
This entry was posted in মোহরানা হিসাবে হজ্জ গ্রহণযোগ্য হবে কি?, হজ্জে মোহরানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি? and tagged বিবাহ, মোহরানা, হজ্জ / হাজী. Bookmark the permalink.