জনৈক মহিলার সার্বিক সক্ষমতা থাকা সত্ত্বেও মাহরাম নেই। এক্ষণে তার উপর হজ্জ ফরয না হ’লেও বদলী হজ্জ করানো ফরয হবে কি?


মাহরাম না থাকার কারণে তার উপর হজ্জ ফরয হয়নি। কারণ নারীর জন্য মাহরাম থাকা অপরিহার্য (বুখারী হা/১০৮৬; মিশকাত হা/২৫১৫)। এমতাবস্থায় কোন পরহেযগার ব্যক্তির মাধ্যমে বদলী হজ্জ করানো যাবে, যিনি ইতিপূর্বে নিজের হজ্জ করেছেন’ (আবূদাউদ হা/১৮১১; ইবনু মাজাহ হা/২৯০৩; মিশকাত হা/২৫২৯)। যিনি হজ্জ করাবেন ও যিনি তার পক্ষে হজ্জ করবেন, উভয়েই তাদের ইখলাছের ভিত্তিতে আল্লাহর নিকটে যথাযথ পুরস্কার পাবেন ইনশাআল্লাহ।

This entry was posted in হজ্জ ফরয না হ’লেও বদলী হজ্জ করানো ফরয হবে কি? and tagged , . Bookmark the permalink.