ছালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে শুদ্ধ তেলাওয়াত না শিখে এরূপ নিয়মিত ভুল পড়া কুরআনের প্রতি অবহেলার নামান্তর। অথচ রাসূল (ছাঃ) বলেছেন, ‘প্রত্যেক মুসলিমের উপর দ্বীনী ইলম শিক্ষা করা ফরয’ (ইবনু মাজাহ হা/২২৪; মিশকাত হা/২১৮)। আর বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষা করা আবশ্যকীয় শিক্ষার অন্যতম। তাই বিনা ওযরে দুনিয়াবী ব্যস্ততার অজুহাতে কুরআনের শুদ্ধ তেলাওয়াত শিক্ষা থেকে বিরত থাকা যাবে না। এছাড়া যারা কষ্ট করে কুরআন শিখে এবং পাঠ করে তারা দ্বিগুণ ছওয়াব পায় (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২১১২)।
দুনিয়াবী শিক্ষায় খুবই পারদর্শী হ’লেও কুরআন তেলাওয়াতে অত্যন্ত দুর্বল। এমন ব্যক্তি নিজে ভুলে ভরা তেলাওয়াতে ছালাত আদায় করলে তা কবুল হবে কি?
This entry was posted in ছালাতে ভূল তেলাওয়াত করলে ছালাত হবে কি? and tagged ছালাত. Bookmark the permalink.