মাক্কী সূরাগুলির প্রায় সবই জাহান্নামের ভীতি সঞ্চারকারী। এজন্য তাফসীরুল কুরআন ৩০তম পারা নিয়মিত পাঠ করুন। এছাড়াও নিম্নোক্ত আয়াতগুলি অর্থ সহ পাঠ করুন। যেমন সূরা বাক্বারাহ ২/১৬১-১৬২, ১৬৬-১৬৭, ১৭৪-১৭৫, আলে ইমরান ৩/১০, ১৬২, ১৮৫, ১৯৬-১৯৭, নিসা ৪/১৪, ২৯-৩০, ৫৬, ১৫৬-১৫৮, মায়েদা ৫/৩৬-৩৭, ৫৭-৫৮,৭২-৭৭, আন‘আম ৬/২৭-৩১, আ‘রাফ ৭/৩৬-৫১ ও ১৭৯, ইউনুস ১০/৪, ৭-৮ ও ২৭, হূদ ১১/১০৫-১০৯, ১১৩, ১১৮-১১৯, রা‘দ ১৩/৫, ১৮, ইবরাহীম ১৪/৪৮-৫২, হিজর ১৫/৪৩-৪৪, নাহল ১৬/২৮-২৯, মারিয়াম ১৯/৬৯-৭২, আম্বিয়া ২১/৯৭-১০০, হজ্জ ২২/৯-১০, ১৯-২২, শু‘আরা ২৬/৯১-১০৩, নামল ২৭/৯০, ফাত্বির ৩৫/৩৬-৩৭, ইয়াসীন ৩৬/৫৯-৬৭, ছাফফাত ৩৭/৬২-৭০, ছোয়াদ ৩৮/৫৫-৬৪, যুমার ৩৯/৭১-৭২, যুখরুফ ৪৩/৭৪-৭৭, দুখান ৪৪/৪০-৫০, ফুছছিলাত ৪১/২৪-৩০, ওয়াক্বি‘আহ ৫৬/৪১-৫৬, মুলক ৬৭/৬-১১, হাক্কাহ ৬৯/২৫-৩৮, মুদ্দাছছির ৭৪/২৬-৫৬ ইত্যাদি।
জাহান্নামের বর্ণনা সংক্রান্ত হৃদয়ে ভীতি সঞ্চারকারী কিছু আয়াত জানতে চাই। যাতে তা অর্থসহ মুখস্থ করে আমি ছালাতে পড়তে পারি।
This entry was posted in জাহান্নামের বর্ণনা সংক্রান্ত হৃদয়ে ভীতি সঞ্চারকারী কিছু আয়াত জানতে চাই। and tagged জান্নাত/জাহান্নাম, তাফসীর. Bookmark the permalink.