ইসলামে ধর্ম ভাই-বোন বা ধর্ম বাপ-মা বলে কিছু নেই। জাহেলী যুগে এরূপ রেওয়াজ ছিল। এমনকি রাসূল (ছাঃ)-এর পালক পুত্র যায়েদকে তাঁর দিকে সম্বন্ধ করে বলা হ’ত যায়েদ বিন মুহাম্মাদ। এর প্রতিবাদে আল্লাহ বলেন, ‘আর তিনি তোমাদের পোষ্যদেরকে তোমাদের পুত্র করেননি। ….তোমরা তাদেরকে তাদের পিতৃ-পরিচয়ে ডাক; আল্লাহর কাছে এটাই সর্বাধিক ইনছাফপূর্ণ’ (আহযাব ৩৩/৪-৫)। আর ‘ধর্ম বোন’ বানানোর তো প্রশ্নই আসে না। কারণ গায়ের মাহরামের সাথে একান্ত প্রয়োজন ব্যতীত কথা বলা হারাম (আহযাব ৩৩/৩২)। এরূপ অবস্থায় তাকে তার মাহরামের মাধ্যমে দেখাশুনা করা যেতে পারে।
কোন ছেলে যদি কোন অসহায় মেয়েকে ‘ধর্ম বোন’ বানায় এবং নিজের বোনের মত তাকে দেখাশোনা করে, তবে সেটি জায়েয হবে কি?
This entry was posted in ধর্ম বোন বানানো যাবে কি? and tagged আত্নীয়-স্বজন / আত্মীয়তা. Bookmark the permalink.