সফর অবস্থায় কোন ছালাত ক্বাযা হ’লে বাড়িতে এসে তা আদায় করার সময় পুরো আদায় করতে হবে, না ক্বছর করলেই যথেষ্ট হবে? এমনিভাবে এর উল্টো অবস্থায় করণীয় কি?


শরী‘আতে প্রত্যেক ছালাতের যে রাক‘আত সংখ্যা বর্ণিত হয়েছে, সেটা আদায় করাই প্রকৃত বিধান। আর সফর অবস্থায় ছালাতে ‘ক্বছর’ করা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি একটি উপহার স্বরূপ। এটা বাধ্যগত বিষয় নয়। আল্লাহ বলেন, ‘যখন তোমরা সফর কর, তখন ছালাতে ক্বছর করায় তোমাদের কোন দোষ নেই’ (নিসা /১০১)। রাসূল (ছাঃ) ক্বছরকে আল্লাহর পক্ষ থেকে ছাদাক্বা বলে আখ্যায়িত করেছেন (মুসলিম হা/৬৮৬, মিশকাত হা/১৩৩৫)

অতএব সফরের ক্বাযা ছালাত বাড়িতে আদায় করলে বা সফরে থাকা অবস্থায় মুকীম অবস্থার ক্বাযা ছালাতের কথা স্মরণ আসলে উভয়ক্ষেত্রে পূর্ণভাবেই তা আদায় করবে (আব্দুল্লাহ বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ দারব অডিও নং ৭৪০৮)

This entry was posted in ক্বছরের ছালাত ক্বাযা হলে কিভাবে আদায় করবো? and tagged , . Bookmark the permalink.