চিকিৎসার স্বার্থে বাধ্যগত অবস্থায় এরূপ করা যাবে (বাক্বারাহ ২/১৭৩; শায়খ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৯/৪৩৩)। তবে সাধ্যমত ইসলামী পর্দার বিধান মেনে এবং দৃষ্টিকে নত রাখতে হবে (নূর ২৪/৩০)। আল্লাহ প্রকাশ্য ও গোপন যাবতীয় অশ্লীলতার নিকটবর্তী হ’তে নিষেধ করেছেন (আন‘আম ৬/১৫১, আ‘রাফ ৭/৩৩)। রাসূল (ছাঃ) বলেন, তোমাদের কারো মাথায় লোহার সুঁচ দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া অধিক উত্তম, কোন গায়ের মাহরাম মহিলাকে স্পর্শ করার চাইতে’ (ত্বাবারাণী কাবীর হা/৪৮৬; ছহীহ আত-তারগীব হা/১৯১০)।
একজন হোমিও চিকিৎসক হিসাবে নারী-পুরুষ উভয়ের চিকিৎসা করে থাকি। এক্ষেত্রে নারীদের সাথে সরাসরি সাক্ষাৎ ও তাদের অনেক গোপন কথা শ্রবণ করতে হয়। এটা আমার জন্য জায়েয হবে কি?
This entry was posted in চিকিৎসার স্বার্থে নারীদের অনেক গোপন কথা শ্রবণ করা যাবে কি? and tagged চিকিৎসা, মহিলা / নারী. Bookmark the permalink.