আমার পিতা-মাতার মাঝে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন। পিতা আমাদের কোন খরচ বহন করেন না। আমি মায়ের সাথে থাকি। তার নির্দেশনা অনুযায়ী গত পাঁচবছর যাবৎ পিতার সাথে কোন সম্পর্ক রাখি না। এজন্য আমি গুনাহগার হব কি?


পিতার সাথে যথাসম্ভব সম্পর্ক রাখতে হবে এবং সদাচরণ করতে হবে। নইলে গুনাহগার হ’তে হবে। কেননা পিতা-মাতার হক সন্তানের উপর অপরিসীম, যা কখনো পূরণীয় নয়। তাঁরা সদাচরণ করুন বা না করুন, তাদের সেবা করা সন্তানের জন্য অবশ্য কর্তব্য। এমনকি তারা শিরক করতে চাপ দিলেও তা থেকে বিরত থেকে তাদের সাথে সদাচরণের নির্দেশ দেওয়া হয়েছে (লোকমান ৩১/১৫)। তারা অমুসলিম হ’লেও তাদের সাথে উত্তম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ‘আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না তাদের সম্পর্কে, যারা তোমাদের সাথে দ্বীনের ব্যাপারে যুদ্ধ করেনি’ (বুখারী হা/৫৯৭৮, মুমতাহিনা ৬০/৮; মুসলিম হা/১০০৩; মিশকাত হা/৪৯১৩)। তবে পিতার দায়িত্ব সন্তানের খরচ বহন করা (বাক্বারাহ ২/২৩৩; মুসলিম হা/১১৫৯; মিশকাত হা/২০৫৪)। এতে অবহেলা করায় তিনি গুনাহগার হবেন এবং এজন্য তাঁকে আল্লাহর নিকট জিজ্ঞাসিত হ’তে হবে (বুখারী হা/৭১৩৮; মুসলিম হা/১৮২৯; মিশকাত হা/৩৬৮৫)

This entry was posted in পিতা-মাতা বিচ্ছিন্ন। এখন পিতার সাথে সম্পর্ক না রাখলে গুনাহগার হব কি? and tagged , , . Bookmark the permalink.