হজ্জব্রত পালনকালে মহিলারা অলংকার ব্যবহার করতে পারবে কি?


হজ্জ পালনকালে মহিলাদের অলংকার ব্যবহারে কোন বাধা নেই। তবে এ সময় যেন তা পরপুরুষেরা দেখতে না পায় সে দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কারণ অলংকার নারী সৌন্দর্যের অন্তর্ভুক্ত (ফাতাওয়া লাজনা দায়েমা ১১/১৯২; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ২২/২০১)

This entry was posted in হজ্জব্রত পালনকালে মহিলারা অলংকার ব্যবহার করতে পারবে কি? and tagged , , . Bookmark the permalink.