উক্ত মর্মের বর্ণনাটি জাল। যা শী‘আ রাফেযীরা আলী (রাঃ)-এর প্রতি অতিভক্তির আতিশয্যে তৈরী করেছে (সিলসিলা যঈফাহ হা/৪৯২১)। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, কতিপয় মহামিথ্যুক বর্ণনা করেছে যে, আলী (রাঃ) ছালাতরত অবস্থায় হাতের আংটি দান করলে সূরা মায়েদাহ ৫৫ আয়াতটি নাযিল হয় (মাজমূ‘ ফাতাওয়া ১৩/৩৫৯)। এক্ষণে উক্ত আয়াতের অর্থ দাঁড়াবে ‘তোমাদের বন্ধু তো আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনগণ। যারা ছালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং তারা হয় বিনয়ী’ (মায়েদাহ ৫/৫৫)। অর্থাৎ যারা কোনরূপ ভীতি, শ্রুতি ও প্রদর্শনী ছাড়াই স্রেফ আল্লাহর রেযামন্দী হাছিলের জন্য বিনীতভাবে ছালাত কায়েম করে ও যাকাত আদায় করে।
হাদীছে বর্ণিত আছে যে, আলী (রাঃ) ছালাতের রুকূ অবস্থায় তার হাতের আংটিটি ছাদাক্বা করলে সূরা মায়েদার একটি আয়াত নাযিল হয়। বর্ণনাটির সত্যতা জানতে চাই।
This entry was posted in আলী (রাঃ) রুকূ অবস্থায় তার আংটিটি ছাদাক্বা করলে একটি আয়াত নাযিল হয় কি? and tagged ছাহাবী, পরিচয়. Bookmark the permalink.