উক্ত অবস্থায় সেখানে এমন কিছু দিয়ে রাখবে যাতে তা প্রবাহিত না হয়। আর এক্ষেত্রে মুস্তাহাযার বিধান প্রযোজ্য হবে। মুস্তাহাযা মহিলা কিংবা ফোঁটা ফোঁটা পেশাব অথবা সর্বদা বায়ু আসে এসব মহিলা ও পুরুষ প্রত্যেক ছালাতের জন্য পৃথকভাবে ওযূ করলেই ছালাত হয়ে যাবে (আবুদাঊদ, নাসাঈ, সনদ হাসান, মিশকাত হা/৫৫৮ ‘মুস্তাহাযা’ অনুচ্ছেদ, ফিক্বহুস সুন্নাহ ১/৮৮-৯০, ‘ইস্তিহাযা’ অধ্যায়; আব্দুল্লাহ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১০/১৩০)।
আমার যৌনাঙ্গ দিয়ে সর্বদা এক প্রকার হলদে রস বের হয়। আমি তা ধুয়ে ওযূ করে ছালাত আদায় করি। কিন্তু মাঝে মধ্যে ভুলে না ধুয়ে ওযূ করেই ছালাত আদায় করে ফেলি। এক্ষণে আমার ছালাত কি বাতিল হয়ে যাবে?
This entry was posted in ফোঁটা ফোঁটা পেশাব পড়লে ছালাত কি বাতিল হয়ে যাবে? and tagged পেশাব. Bookmark the permalink.