ঘুমানোর সময় সূরা মারিয়াম পাঠের বিশেষ কোন ফযীলত নেই। উক্ত মর্মে যে বর্ণনাটি বিভিন্ন তাফসীর গ্রন্থে পাওয়া যায় তা ‘জাল’ (তাফসীরে ছা‘লাবী ৬/২০৫; তাফসীরুল ওয়াসীত্ব ৩/১৭৪; যামাখশারী, বায়যাভী)। উক্ত বর্ণনায় সালামুত ত্বাবীল নামক একজন জাল বর্ণনাকারী আছে। তাছাড়া হারূণ বিন কাছীরও দুর্বল রাবী (ইবনু হিববান, আল-মাজরূহীন ১/৩৩৯; লিসানুল মীযান ৬/১৮১)।
প্রশ্ন নির্বাচন করুন:
আপনার Facebook পেজে প্রতিনিয়ত আপডেট পেতে নিচের Like বাটনে ক্লিক করুন।