স্বামীর মৃত্যুর পর চার মাস দশ দিন ইদ্দত পালন স্ত্রীর জন্য আবশ্যকীয় কর্তব্য (বাক্বারাহ ২/২৩৪, বুখারী হা/১২৮০, মুসলিম হা/১৪৮৬, মিশকাত হা/৩৩৩০)। এ সময় কেবল যরূরী প্রয়োজন ছাড়া তার জন্য ঘর থেকে বের হওয়া বৈধ নয়। সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় হজ্জ পালন স্থগিত করবে এবং পরবর্তীতে সুযোগ মত আদায় করবে। উল্লেখ্য যে, হজ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলে বাড়ির নিকটবর্তী থাকলে ফিরে আসবে। আর দূরে চলে গেলে সেখানেই ইদ্দত পালন করবে। মেয়াদ পূর্ণ না হ’লে অবশিষ্ট দিনগুলো বাড়িতে এসে পালন করবে (ইবনু কুদামা, আল-মুগনী ৮/১৬৭; মাজমু‘ ফাতাওয়া ইবনুল উছায়মীন ২১/৬৮)।
স্বামী-স্ত্রী, পুত্র ও কন্যা সপরিবারে হজ্জে গমনের প্রাক্কালে হঠাৎ স্বামীর মৃত্যু ঘটে। এক্ষণে স্ত্রী কি ইদ্দত পালন করবে না কি সন্তানের সাথে হজ্জে গমন করবে?
This entry was posted in হজ্জে সপরিবারে গমনের প্রাক্কালে হঠাৎ স্বামীর মৃত্যু ঘটলে করণীয় কি? and tagged মৃত্যু, স্বামী-স্ত্রী, হজ্জ / হাজী. Bookmark the permalink.