অমুসলিমের রান্না করা খাবার খাওয়ায় কোন বাধা নেই (বুখারী হা/৩৪৪; মুসলিম হা/২৪৯১; আবুদাউদ হা/৪৫১০; মিশকাত হা/৫৮৮৪, ৫৮৯৫, ৫৯৩১)। তবে তাদের যবহকৃত পশুর গোশত খাওয়া যাবে না (আন‘আম ৬/১২১)। এক্ষেত্রে কোন মুসলিম বিসমিল্লাহ বলে যবেহ করে দিলে এবং তারা রান্না করলে তা খাওয়ায় বাধা নেই।
আমাদের অফিসে হিন্দু বাবুর্চি রান্না করে। তাদের হাতের রান্না খাওয়া যাবে কি ?
This entry was posted in অমুসলিম থেকে গরুর গোশত কিনে খাওয়া কি বৈধ হবে?, অমুসলিম পিতা-মাতার রান্নাকৃত খাবার খাওয়া যাবে কি?, অমুসলিম বন্ধুদের শূকরের গোশত দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে কি?, অমুসলিমদের তৈরী বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ব্যবহার করা জায়েয হবে কি?, অমুসলিমদের বানানো মিষ্টি, অমুসলিমদের যবেহকৃত পশুর গোশত খাওয়া জায়েয হবে কি?, অমুসলিমের ইফতারী খাওয়া জায়েয হবে কি?, অমুসলিমের রান্না খাওয়া যাবে কি? and tagged অমুসলিম, খাবার / খাদ্য. Bookmark the permalink.