সরকার কর্তৃক বর্তমানে অত্যধিক হারে গৃহীত জমি রেজিস্ট্রি ফী নিঃসন্দেহে জনগণের উপর যুলুম। তবুও তা ফাঁকি দেয়ার জন্য প্রশ্নে উল্লেখিত কৌশল কিংবা কোন অনৈতিক পন্থা অবলম্বন করা উচিৎ হবে না। কেননা যালেম শাসকদের অধীনে বসবাসরত নাগরিকদের করণীয় সম্পর্কে রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা তাদের হক তাদের দিয়ে দাও এবং তোমাদের হক আল্লাহর কাছে চাও’ (মুত্তাফাক আলাইহ, মিশকাত হা/৩৬৭২)।
আমি আমার আত্মীয়ের নিকট থেকে বাজার মূল্যে জমি ক্রয় করব এবং রেজিস্ট্রেশনের সময় হেবা (দানপত্র) হিসাবে দেখাব। এটা জায়েয হবে কি?
This entry was posted in জমি রেজিস্ট্রেশনের সময় হেবা (দানপত্র) হিসাবে রেজিস্ট্রি করলে জায়েয হবে কি? and tagged জমি, সম্পদ. Bookmark the permalink.