সাপের কামড়ে মৃত ব্যক্তিরা শহীদের মর্যাদা লাভ করবে মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (ত্বাবারাণী কাবীর হা/১১৬৮৬; যঈফাহ হা/৩৯৬৭)। তবে আলী (রাঃ) বলেন, মুমিন যেভাবেই মৃত্যুবরণ করুক না কেন তার মৃত্যু শাহাদতের মৃত্যু। তবে শাহাদতের মর্যাদায় স্তরভেদ রয়েছে (ফাৎহুল বারী ৬/৪৪, সনদ হাসান)। যেমন হাদীছে এসেছে, রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করা হ’ল কোনটি সর্বশ্রেষ্ঠ জিহাদ? তিনি বললেন, যার ঘোড়া (বাহন)-কে হত্যা করা হয়েছে এবং যার রক্ত ঝরানো হয়েছে (আহমাদ হা/৬৭৯২; মিশকাত হা/৪৬)। ইবনুত তীন বলেন, অপঘাতে মৃত্যুতে কষ্ট রয়েছে বলে তাতে গুনাহ মাফ হয় এবং ছওয়াব বৃদ্ধি পায়, যা তাকে মর্যাদায় শহীদের স্তরে পৌঁছে দেয়। ইবনু হাজার (রহঃ) বলেন, উপরের হাদীছ সমূহ দ্বারা বুঝা যায় যে, শহীদ দু’প্রকার : একদল আখেরাতের হিসাবে শহীদ, যাদের ইখলাছ ও কর্মতৎপরতায় কোন খাদ নেই। এরা দুনিয়া ও আখেরাতে শহীদের সর্বোচ্চ মর্যাদা পাবেন। আরেকদল দুনিয়ার হিসাবে শহীদ, কিন্তু ইখলাছ ও তৎপরতায় খাদ রয়েছে। এরা আখেরাতে শহীদের মর্যাদা পাবে না (ফাৎহুল বারী ৬/৪৪)।
যারা সাপের কামড়ে মারা যায় তারা কি শহীদের মর্যাদা লাভ করবে?
This entry was posted in সাপের কামড়ে যারা মারা যায় তারা কি শহীদের মর্যাদা লাভ করবে? and tagged শহীদ, সাপ / বিচ্ছু / পোকা-মাকড়. Bookmark the permalink.