প্রতি শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন, যা বহু ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত (বুখারী হা/১১৪৫, মুসলিম হা/৭৫৮ প্রভৃতি; মিশকাত হা/১২২৩)। কিন্ত তিনি কিভাবে নেমে আসেন তা অজ্ঞাত। এগুলি অদৃশ্য বিষয়ক জ্ঞানের অন্তর্ভুক্ত। যা স্রেফ আল্লাহর ইলমে রয়েছে। অতএব হাদীছে যেভাবে এসেছে সেভাবেই বিশ্বাস করতে হবে। প্রখ্যাত তাবেঈ হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারককে এ বিষয়ে প্রশ্ন করা হ’লে তিনি বলেন, তিনি প্রতি রাতেই অবতরণ করেন। তখন জিজ্ঞেস করা হ’ল, অবতরণের ফলে কি আরশ খালি হয়ে যায় না? জবাবে ইবনুল মুবারাক বললেন, ‘রে যঈফ! তিনি যেভাবে ইচ্ছা অবতরণ করেন’ (আক্বীদাতুস সালাফ, পৃঃ ২৯)। সুতরাং হাদীছের ভাষ্য মেনে নিতে হবে। এ বিষয়ে বিতর্ক উত্থাপন করা ছহীহ হাদীছে সন্দেহ করার শামিল। যা নেহায়েতই অন্যায় এবং অযৌক্তিক (বি. দ্র. থিসিস ১১৬-১১৭ পৃঃ)।
শেষ রাতে আল্লাহ তা‘আলা প্রথম আকাশে নেমে আসেন। এক্ষণে পৃথিবীর সর্বত্র একসাথে শেষ রাত হয় না। তাহ’লে হাদীছটির ব্যাখ্যা কী?
This entry was posted in আল্লাহ তা‘আলা শেষ রাতে প্রথম আকাশে কিভাবে নেমে আসেন? and tagged আকাশ / আসমান. Bookmark the permalink.