আচরণ খারাপের কারণে পিতাকে ত্যাগ করা যাবে না। কারণ পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি (তিরমিযী হা/১৮৯৯; মিশকাত হা/৪৯২৭; ছহীহাহ হা/৫১৬)। আর আল্লাহ বলেন, ‘আর যদি পিতা-মাতা তোমাকে চাপ দেয় আমার সাথে কাউকে শরীক করার জন্য, যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তাহ’লে তুমি তাদের কথা মানবে না। তবে পার্থিব জীবনে তাদের সাথে সদাচরণ করবে’ (লোকমান ৩১/১৫)। এক্ষণে পিতাকে তার খারাপ আচরণের বিষয়ে অবগত করতে হবে। নিজে না পারলে অন্যের মাধ্যমে জানাতে হবে এবং পিতার হেদায়াতের জন্য দো‘আ করতে হবে। এরপরেও পিতা খারাপ আচরণ অব্যাহত রাখলে উত্তমভাবে আলাদা হয়ে যাবে। তবে পরকালীন স্বার্থকে সামনে রেখে পিতার হক আদায় করে যেতে হবে।
আমার মা মারা যাওয়ায় পিতা দ্বিতীয় বিবাহ করেছেন। আমার প্রতি তার বর্তমান আচরণ খুবই কষ্টকর। এক্ষণে তার সাথে সম্পর্ক ত্যাগ করে পৃথকভাবে বসবাস করলে আমি গুনাহগার হব কি?
This entry was posted in পিতা আমার প্রতি খারাপ আচরন করলে সম্পর্ক ত্যাগ করতে পারবো কি? and tagged আচরণ / চরিত্র, পিতা-মাতা. Bookmark the permalink.