আমার কোম্পানীর মালিক কাদিয়ানী। তবে তারা এ ব্যাপারে কর্মীদের উপর কোন চাপ সৃষ্টি করে না। এক্ষণে এই কোম্পানীতে চাকুরী করা আমার জন্য জায়েয হবে কি?


যতক্ষণ না তাদের আদর্শ গ্রহণের চাপ দেবে ততক্ষণ এরূপ প্রতিষ্ঠানে চাকুরী করা জায়েয (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৪/৪৮৬)। আলী (রাঃ) বলেন, রাসূল (ছাঃ)-এর পরিবারে খাদ্যকষ্টের খবর জানতে পেরে আমি কাজের সন্ধানে বের হই। পরে একজন ইহূদীর বাগিচায় প্রতি বালতি একটি করে ‘আজওয়া খেজুর প্রদানের শর্তে ১৭ বালতি পানি উত্তোলন করি। অতঃপর  রাসূল (ছাঃ)-এর নিকট সেগুলি নিয়ে যাই এবং তিনি তা থেকে ভক্ষণ করেন’ (আহমাদ, ইবনু মাজাহ; ইরওয়া ৫/৩১৩-১৫, হাদীছ হাসান)

This entry was posted in কাদিয়ানী মালিকের কোম্পানীতে চাকুরী করা জায়েয হবে কি? and tagged . Bookmark the permalink.