এমতবস্থায় করণীয় হ’ল, স্বামী পত্রে লিখবে যে, তুমি যদি পবিত্র অবস্থায় থাক তাহ’লে তালাক, আর যদি হায়েয অবস্থায় থাক তাহ’লে যখন পবিত্র হবে তখন তালাক, যেমনটি ইমাম শাফেঈ (রহঃ) মত ব্যক্ত করেছেন (কিতাবুল উম্ম ৫/১৯৪)। সুন্নাতী তালাকের নিয়ম হ’ল এভাবে তিন মাসে তিন তুহরে তিন তালাক প্রদান করা (বাক্বারাহ ২/২২৯)।
প্রশ্ন নির্বাচন করুন:
আপনার Facebook পেজে প্রতিনিয়ত আপডেট পেতে নিচের Like বাটনে ক্লিক করুন।