আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করা ঈসা (আঃ)-এর মু‘জেযা ছিল (মায়েদাহ ৫/১১০)। কিন্তু ক্বিয়ামতের পূর্বে ঈসা (আঃ) যখন পুনরায় পৃথিবীতে আসবেন তখনও মৃতকে জীবিত করার ক্ষমতা নিয়ে আসবেন কি-না এ ব্যাপারে কোন বর্ণনা পাওয়া যায় না। তবে তিনি যেহেতু নবী করীম (ছাঃ)-এর উম্মত হিসাবে আসবেন, নবী হিসাবে নন; সুতরাং তখন তিনি এ ধরনের ক্ষমতার অধিকারী না হওয়াই স্বাভাবিক। তবে সে সময় দাজ্জালকে এ ক্ষমতা দেয়া হবে। আর তা মানবজাতিকে পরীক্ষা করার জন্য (বুখারী হা/৭১৩২; মুসলিম হা/২৯৩৮)।
ঈসা (আঃ) ক্বিয়ামতের পূর্বে যখন আসবেন, তখনো কি মৃত্যুকে জীবিত করতে পারবেন?
This entry was posted in ঈসা (আঃ) এসে কি মৃত্যুকে জীবিত করতে পারবেন? and tagged পরিচয়. Bookmark the permalink.