জনৈক বক্তা বলেন, দো‘আর পর মুখমন্ডল মাসাহ করা সুন্নাত। এর বিশুদ্ধতা জানতে চাই।


আল্লাহর নিকট যখন কিছু চাইবে, তখন দুহাত প্রসারিত কর এবং দোআর শেষে উভয় হাত দ্বারা মুখমন্ডল মাসাহ করমর্মে বর্ণিত হাদীছগুলি যঈফ (ইবনু মাজাহ হা/১১৮১; বায়হাক্বী, মিশকাত হা/২২৫৫; ইরওয়া হা/৪৩৩৩৪; উছায়মীন, মাজমূউল ফাতাওয়া ১৪/১৫৭; ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ২২/৫১৯)

আলবানী বলেন, দোআর পরে দুহাত মুখে মাসাহ করা সম্পর্কে কোন ছহীহ হাদীছ নেই (মিশকাত হা/২২৫৫এর হাশিয়া /৬৯৬ পৃ.)

This entry was posted in দো‘আর পর মুখমন্ডল মাসাহ করা সুন্নাত কি? and tagged , . Bookmark the permalink.