স্ত্রী যদি স্বামীকে রাগ করে বলে, আমি তোমার মা, আমার নিকট থাকবে না। এটা যিহার সাব্যস্ত হবে কি? হলে কাফফারা দিতে হবে কি?


স্ত্রীর পক্ষ থেকে যিহার হয় না। জমহূর বিদ্বানগণ এব্যাপারে একমত পোষণ করেছেন (ইবনু কুদামা, আলমুগনী /৪১; ইবনু রুশদ, বিদায়াতুল মুজতাহিদ /৪৩৭, ফাতাওয়া মারআতুল মুসলিমাহ /৮০৩) কেউ করলে তা অবান্তর বাজে কথার অন্তর্ভুক্ত হবে, যা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিন অনর্থক কথা বা কাজ থেকে বিরত থাকবে (মুমিনূন ২৩/) অতএব ধরনের কথাবার্তা থেকে বিরত থাকা যরূরী (দ্রঃ নায়লুল আওত্বার /৬০যিহারঅধ্যায়)

তবে এতে কাফফারা ওয়াজিব হবে। আয়েশা বিনতে ত্বালহা মুছআব বিন যুবায়েরকে বিবাহের পূর্বে এরূপ কথা বললে ছাহাবায়ে কেরাম তাকে কাফফারা দিতে বলেন (ইরওয়াউল গালীল হা/২০৮৯, ছালেহ আলুশ শায়েখ, আততাকমীল পৃ. ১৪৫, সনদ ছহীহ; মাজমূউল ফাতাওয়া ৩৪/) আর কসমের কাফফারা ১০ জন মিসকীনকে খাদ্য প্রদান করা অথবা একজন দাসকে মুক্ত করা কিংবা তিনদিন ছিয়াম পালন করা (মায়েদাহ /৮৯)

This entry was posted in স্ত্রী যদি স্বামীকে রাগ করে বলে আমি তোমার মা তাহলে করণীয় কি? and tagged , . Bookmark the permalink.