Category Archives: তারাবীহ ২০ রাক‘আত আদায় করা মসজিদে ই‘তিকাফ কারীর করণীয় কি?

আমি যে মসজিদে ই‘তিকাফ করি, সেখানে ২০ রাক‘আত তারাবীহর ছালাত আদায় করা হয়। এক্ষণে এক্ষেত্রে আমার করণীয় কি?


এক্ষেত্রে জামা‘আতে ৮ রাক‘আত ছালাত আদায় করে নিয়ে ই‘তিকাফ স্থলে ফিরে আসবে এবং অন্যান্য নফল ইবাদত করবে। কারণ রাসূল (ছাঃ) রামাযান বা রামাযানের বাইরে ১১ বা ১৩ রাক‘আতের অধিক রাত্রিকালীন নফল ছালাত আদায় করেননি’ (বুখারী হা/১১৪৭; মুসলিম হা/১৭২৩; আবুদাঊদ, মিশকাত হা/১২৬৪)। তবে … Continue reading

Posted in তারাবীহ ২০ রাক‘আত আদায় করা মসজিদে ই‘তিকাফ কারীর করণীয় কি? | Tagged , | Leave a comment