Category Archives: সহো সিজদা দেয়ার পূর্ণ প্রস্ত্ততির পর যদি ভুলে যায়

সহো সিজদা দেয়ার পূর্ণ প্রস্ত্ততি নেয়ার পর যদি সহো সিজদা দিতে ভুলে যায় তাহ’লে করণীয় কী?


সালাম ফিরানোর পর যখন মনে পড়বে তখন সহো সিজদা দিতে হবে। কারণ এটাও একটা ভুল। আর ভুলের প্রতিকার হচ্ছে সহো সিজদা দেয়া। সালামের পরেও সহো সিজদা দেয়া যায় (মুসলিম, মিশকাত হা/১০২১)।

Posted in সহো সিজদা দেয়ার পূর্ণ প্রস্ত্ততির পর যদি ভুলে যায় | Tagged