Tag Archives: দুধ-বোন / দুধ-ভাই / দুধ-মা

আমার নবজাতক সন্তানের দুগ্ধপানের চাহিদা পূরণ হচ্ছে না। এমতাবস্থায় শিশুটি কি আমার মা তথা তার নানীর দুধ পান করতে পারবে?


এমতাবস্থায় শিশু নানীর দুধ পান করতে পারে। তবে এ কারণে তার মামা-খালারা তার দুধ ভাই বা দুধ বোন সাব্যস্ত হবে। ফলে সে তার মামাতো ও খালাতো ভাই বা বোনকে বিয়ে করতে পারবে না। যেমন রাসূল (ছাঃ) ও তাঁর চাচা হামযাহ … Continue reading

Posted in সন্তান নানীর দুধ পান করতে পারবে কি? | Tagged , | Leave a comment

আমার ছোটবোন একজন মহিলার দুধ পান করেছিল। এক্ষণে আমি সেই মহিলার ছেলেকে বিবাহ করতে পারবো কি? কারণ আমিতো দুধ পান করিনি।


এই বিবাহে কোন বাধা নেই। কেননা দুধপানের মাধ্যমে কেবল দুধপানকারী তার দুধ মাতার পরিবারের জন্য হারাম সাব্যস্ত হয়, দুধ পানকারীর অন্য ভাই-বোনেরা নয় (বুখারী, ফাৎহুল বারী হা/২৬৪৫-এর আলোচনা; মিশকাত হা/৩১৬১-এর ব্যাখ্যা, মিরক্বাত; ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ ফাতাওয়া ৩৪/৩৩)।

Posted in ছোটবোন যে মহিলার দুধ পান করেছিল সেই মহিলার ছেলেকে বিবাহ করতে পারবো কি? | Tagged | Leave a comment

আমার মামাতো বোন ৩ বছর বয়সে আমার মায়ের দুধ পান করেছে। এক্ষণে সে কি আমার দুধবোন হিসাবে গণ্য হবে? তাকে বিবাহ করা যাবে কি?


সে দুধবোন হিসাবে গণ্য হবে না। কারণ সে দুধপান করার সময় (২ বছর) অতিক্রান্ত হওয়ার পর তা পান করেছে (তিরমিযী হা/১১৫২; মিশকাত হা/৩১৭৩)। দুধ মাতা সাব্যস্ত হওয়ার জন্য দু’টি শর্ত। ১. দু’বছরের কম বয়সে দুধ পান করতে হবে (বাক্বারাহ ২/২৩৩; দারাকুৎনী হা/৪৪১৩, … Continue reading

Posted in মায়ের দুধ ৩ বছর বয়সে মামাতো বোন পান করলে তাকে বিবাহ করা যাবে কি? | Tagged | Leave a comment