Category Archives: কসম পিতা-মাতার নামে খাওয়া যাবে কি?

কা‘বাগৃহের কসম খাওয়া যাবে কি?


কা‘বাগৃহের কসম খাওয়া নিষিদ্ধ। ইবনু ওমর (রাঃ) জনৈক ব্যক্তিকে কা‘বার কসম খেতে শুনে বললেন, আমি রাসূল (ছাঃ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করল সে শিরক করল (আবুদাঊদ হা/৩২৫১ সনদ ছহীহ)। বরং কা‘বার রবের তথা আল্লাহর … Continue reading

Posted in কসম করার পর পুনরায় ঐ কাজ কর‌তে চায়, কসম পিতা-মাতার নামে খাওয়া যাবে কি?, কসম ভঙ্গের কাফফারা, কা‘বাগৃহের কসম খাওয়া যাবে কি? | Leave a comment

পিতা-মাতার নামে কসম খাওয়া যাবে কি? রাসূল (ছাঃ) নিজের পিতার নামে কসম খেয়েছেন (আবুদাউদ)।


পিতা-মাতার নামে কসম খাওয়া যাবে না। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নিষেধ করেছেন তোমাদের বাপ-দাদাদের নামে কসম করতে। যে ব্যক্তি কসম করতে চায়, সে যেন আল্লাহ্র নামে কসম করে, অথবা চুপ থাকে’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩৪০৭ ‘কসম ও মানত’ … Continue reading

Posted in কসম পিতা-মাতার নামে খাওয়া যাবে কি? | Leave a comment