Category Archives: মিথ্যা কথা বলা যায় কোন কোন স্থা‌নে?

বিপদে পড়ে মিথ্যা কথা বলা বা অন্যায় পথ অবলম্বন করা যাবে কি?


কোনরূপ হীন স্বার্থে মিথ্যা বলা যাবে না। কারণ মিথ্যা বলা মহাপাপ। আল্লাহ বলেন, ‘তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাক’ (হজ্জ ৩০)।

Posted in বিপদে পড়ে মিথ্যা কথা বলা যাবে কি?, মিথ্যা কথা বলা যায় কোন কোন স্থা‌নে? | Leave a comment

‌ কোন কোন স্থা‌নে মিথ্যা কথা বলা যায়?


তিনটি স্থানে মিথ্যা বলা যায়। (১) মীমাংসার জন্য, (২) যুদ্ধক্ষেত্রে, (৩) স্ত্রী-স্বামী পরষ্পরের নিকট (ছহীহ আবুদাঊদ হা/৪৯২১; মুসলিম, তিরমিযী, মিশকাত হা/৫০৩১ ও ৫০৩৩)। এছাড়া কল্যাণকর কাজের স্বার্থে সাময়িকভাবে মিথ্যার আশ্রয় নেয়া যায়। যেমন ইবরাহীম (আ:) বলেছিলেন, ‘আমি পীড়িত’ (ছফফাত ৮৯)। … Continue reading

Posted in মিথ্যা কথা বলা যায় কোন কোন স্থা‌নে? | Leave a comment