Category Archives: দাড়ি শেভ করা লোক ছালাতে ইমামতি করতে পারবে কী?

থুতনির নীচে দাড়ি রেখে গালের দু’পাশের দাড়ি কামানো যাবে কি?


না। কারণ রাসূল (ছাঃ) দাড়ি ছাটতেন বা কাটতেন মর্মে কোন দলীল নেই। বরং উম্মতের উদ্দেশ্যে তিনি বলে গেছেন, ‘তোমরা মুশরিকদের বিরোধিতা কর। দাড়ি লম্বা কর, গোঁফ ছোট কর’ (বুখারী হা/৫৮৯২; মিশকাত হা/৪৪২১)। তিনি দাড়ি ছাটতেন মর্মে তিরমিযীতে যে হাদীছটি বর্ণিত হয়েছে … Continue reading

Posted in দাড়ি কতটুকু পর্যন্ত লম্বা রাখতে হবে? দাড়ি নাভী ছাড়িয়ে গেলে করণীয় কি?, দাড়ি কতটুকু রাখতে হবে?, দাড়ি কাটা, দাড়ি কাটা, ছাটা এবং টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরার বিধান কী?, দাড়ি কেটে-ছোট রাখা যাবে কি, দাড়ি না রেখে ছালাত আদায় করলে উক্ত ছালাত কবুল হবে কি?, দাড়ি মায়ের নির্দেশে কাটা যাবে কি?, দাড়ি রং করার ব্যাপারে শরী‘আতের বিধান কি?, দাড়ি রাখার সুন্নাতী নিয়ম কি?, দাড়ি রেখে গালের দু’পাশের দাড়ি কামানো যাবে কি?, দাড়ি শেভ করা লোক ছালাতে ইমামতি করতে পারবে কী?, দাড়ি শেভ করার নির্দেশ দেওয়া কোম্পানীতে চাকুরী করা যাবে কি?, দাড়ির এক মু‌ষ্টির অতিরিক্ত অংশ ছেটে ফেলা যায় কি?, দাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য ছেটে ছোট করা যা‌বে কি? | Tagged | Leave a comment

দাড়ি শেভ করা লোক ছালাতে ইমামতি করতে পারবে কী?


এটা নিঃসন্দেহে গোনাহের কাজ। কেউ একাজ করলে ফাসেক বা পাপী হবে। তার পিছনে ছালাত আদায় করলে মাকরূহ হবে (ফিক্বহুস সুন্নাহ ১/১৭৭; আবু দাঊদ, মিশকাত হা/৭৪৭, ‘মসজিদ ও ছালাতের স্থান সমূহ’ অনুচ্ছেদ)। তবে তার পিছনে ছালাত আদায় করা জায়েয। রাসূলুল্লাহ (ছাঃ) … Continue reading

Posted in দাড়ি শেভ করা লোক ছালাতে ইমামতি করতে পারবে কী? | Tagged | Leave a comment