Category Archives: রাসূল (ছাঃ) আল্লাহর কাছে নূর চাইতেন ক‌ী?

সূরা ফীল-এ নবী (ছাঃ)-কে লক্ষ্য করেন আল্লাহ বলেছেন, ‘হে নবী! আপনি কি দেখেননি’? কিন্তু ঐ সমস্ত ঘটনা রাসূলুল্লাহ (ছাঃ)-এর জন্মের বহুদিন পূর্বে সংঘটিত হওয়া সত্ত্বেও এভাবে বলার মাধ্যমে বুঝা যায় যে, রাসূল (ছাঃ) তখনও ছিলেন এবং আল্লাহর সাথে তিনি


এ সমস্ত ব্যাখ্য সম্পূর্ণ শরী‘আত পরিপন্থী এবং শিরক মিশ্রিত। কেননা চূড়ান্ত সত্য ও সর্বজনবিদিত বিষয়কে আরবী সাহিত্যে أَلَمْ تَرَ ‘আলাম তারা’ তুমি কি দেখোনি? শব্দ দ্বারা প্রকাশ করা হয়। এখানে أَلَمْ تَرَ ‘আপনি কি দেখেননি’ থেকে উদ্দেশ্য হ’ল ‘আপনি কি … Continue reading

Posted in রাসুল (ছা:) জীবিত না থাকলে সালাম নেন কীভাবে?, রাসুল (ছাঃ)-কে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতেন না কি?, রাসুল (সা) পূর্বেও ছিলেন কি? এবং এখনো আছেন কি?, রাসূল (ছা) যে নূরের তৈরী সূরা মায়েদার ১৫নং আয়াত কি তার প্রমাণ নয়?, রাসূল (ছাঃ) আল্লাহর কাছে নূর চাইতেন ক‌ী?, রাসূল (ছাঃ) কবরে জীবিত আ‌ছেন কি?, রাসূল (ছাঃ) যে হাযির-নাযির এবং প্রথম সৃষ্টি নন কি?, রাসূল (ছাঃ)-এর কোন ছায়া ছিল কি?, রাসূল (ছাঃ)-কে সৃষ্টি করা না হ’লে, রাসূল (ছাঃ)-কে সৃষ্টি করা না হ’লে এ পৃথিবী সৃষ্টি করা হ’ত না কি?, রাসূলুল্লাহ (ছা:) কি মাটির তৈরী ছিলেন, না নূরের তৈরী ছিলেন? | Tagged , , | Leave a comment

সূরা মায়িদার পনের নং আয়াত দ্বারা কী নবীজী সাঃ নূরের তৈরী প্রমাণ হয়?


নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে একটি নূর ….এবং একটি কিতাব তোমাদের কাছে প্রেরণ করাহয়েছে   সূরা মায়িদার পনের নাম্বার আয়াত কি নবী নূরের হওয়ার দলিল? উত্তর بسم الله الرحمن الرحيم আমাদের নবী প্রিয় নবী রাসূলে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নূর। তিনি … Continue reading

Posted in রাসুল (ছা:) জীবিত না থাকলে সালাম নেন কীভাবে?, রাসূল (ছা) যে নূরের তৈরী সূরা মায়েদার ১৫নং আয়াত কি তার প্রমাণ নয়?, রাসূল (ছাঃ) আল্লাহর কাছে নূর চাইতেন ক‌ী?, রাসূল (ছাঃ) কবরে জীবিত আ‌ছেন কি?, রাসূল (ছাঃ)-এর কোন ছায়া ছিল কি?, রাসূলুল্লাহ (ছা:) কি মাটির তৈরী ছিলেন, না নূরের তৈরী ছিলেন?, সূরা মায়েদার ১৫নং আয়াতে রাসূলুল্লাহ (ছাঃ)-কে নূর বলা হয়েছে কি? | Leave a comment

শোনা যায় রাসূল (ছাঃ)-এর ছায়া ছিল না। এ বক্তব্য কতটুকু দলীল সম্মত?


রাসূলুল্লাহ (ছাঃ) আমাদের মত মানুষ ছিলেন। অতএব তাঁর ছায়া থাকাই স্বাভাবিক। ছায়াহীন হওয়ার জন্য তাঁকে নূরের সৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল। অথচ আল্লাহ বলেন, হে নবী তুমি বলে দাও যে, ‘আমি তোমাদের মত একজন মানুষ মাত্র’ (কাহ্ফ ১৮/১১০)। অন্যত্র আল্লাহ বলেন, … Continue reading

Posted in রাসূল (ছা) যে নূরের তৈরী সূরা মায়েদার ১৫নং আয়াত কি তার প্রমাণ নয়?, রাসূল (ছাঃ) আল্লাহর কাছে নূর চাইতেন ক‌ী?, রাসূল (ছাঃ) কবরে জীবিত আ‌ছেন কি?, রাসূল (ছাঃ) যে হাযির-নাযির এবং প্রথম সৃষ্টি নন কি?, রাসূল (ছাঃ)-এর কোন ছায়া ছিল কি?, রাসূলুল্লাহ (ছা:) কি মাটির তৈরী ছিলেন, না নূরের তৈরী ছিলেন? | Leave a comment

জনৈক আলেম বলেন, রাসূল (ছাঃ) আল্লাহর কাছে নূর চাইতেন । তিনি বলতেন, আমার হাতে নূর দাও, পায়ে, সমস্ত অস্থি-মজ্জায় নূর দাও। উক্ত হাদীছটি কি ছহীহ?


দো‘আটি হাদীছে নিম্নোক্তভাবে বর্ণিত হয়েছে। তিনি ছালাতের মধ্যে অথবা দো‘আর মধ্যে কিংবা ফজরের ছালাতের জন্য মসজিদে যাওয়ার সময় বলতেন- হে আল্লাহ্! আমার অন্তরে নূর দাও, যবানে, শ্রবণে, দৃষ্টিতে, ডানে, বামে, উপরে, নিচে, সামনে, পিছনে … নূর দাও (বুখারী হা/৬৩১৬; মুসলিম … Continue reading

Posted in রাসূল (ছাঃ) আল্লাহর কাছে নূর চাইতেন ক‌ী? | Leave a comment