Category Archives: সূদের প্রতিষ্ঠানে চাকরী করা যাবে কি?

কলম, প্লাস্টিক ইত্যাদি ফ্যাক্টরীর মালিকেরা যদি সূদের উপর ঋণ নিয়ে প্রতিষ্ঠান চালায়, সেসব প্রতিষ্ঠানে চাকুরী করা যাবে কি?


বৈধ জিনিস উৎপাদনকারী, বৈধ কোন কাজে প্রতিষ্ঠিত যেকোন কোম্পানীতে চাকুরী করা যাবে। যদিও তার মজুরী সূদযুক্ত অর্থ দিয়ে প্রদান করা হয়। আর এজন্য দায়ী হবে উক্ত সূদের গ্রহীতা কোম্পানীর মালিক (উছায়মীন, লিকাউল বাবিল মাফতূহ ১৫/৫৯)। তবে সরাসরি সূদী লেনদেন হয় … Continue reading

Posted in ঋণ নিয়ে ব্যবসা করতে পারবে কি?, ঋণ ফেরত দেওয়ার সময় কিছু বেশী প্রদান করা যা‌বে কি?, সুদ সামান্য হলে উক্ত টাকা গ্রহণ করা যাবে কি?, সূদ গরীব লোকেরা নিতে পারবে কি?, সূদী ব্যাংকের বেতনের টাকা দিয়ে হজ্জ করা যাবে কি?, সূদের উপর ঋণ নিয়ে প্রতিষ্ঠান চালানো প্রতিষ্ঠানে চাকুরী করা যাবে কি?, সূদের প্রতিষ্ঠানে চাকরী করা যাবে কি? | Leave a comment

যেসব ব্যাংকে সূদের লেনদেন হয় এবং যেসব প্রতিষ্ঠান সূদের ভিত্তিতে পরিচালিত সেসব প্রতিষ্ঠানে চাকরী করা যাবে কি?


ঐসব প্রতিষ্ঠানে চাকরী করা যাবে না। এতে পাপের সহযোগিতা করা হবে। কারণ আল্লাহ তা‘আলা সূদকে হারাম করেছেন (বাক্বারাহ ২৭৫)। সূদদাতা, গ্রহীতা, লেখক ও সাক্ষী সবাইকে রাসূলুল্লাহ (ছাঃ) অভিশাপ করেছেন (মুসলিম, মিশকাত হা/২৮০৭)।

Posted in সূদের প্রতিষ্ঠানে চাকরী করা যাবে কি? | Leave a comment