Category Archives: স্ত্রী মোহরানা নিয়ে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, করণীয় কী?

আমি ২০১৩ সালে স্ত্রীকে মৌখিকভাবে এক তালাক দেই। অতঃপর ৩দিন পর তাকে ফিরিয়ে নিয়ে সংসার করতে থাকি। কিন্তু ২০১৪ সালে কোর্টের মাধ্যমে পুনরায় তালাক প্রদান করি এবং তালাকনামার কপি ডাকের মাধ্যমে স্ত্রীর পিতার বরাবরে প্রেরণ করি। সে গ্রহণ না করলেও জানতে পেরেছে। অতঃপর ৩ মাস পর ঐ তালাকের জাবেদা কপি পুনরায় স্ত্রীর পিতার বাড়ীতে প্রেরণ করি। উল্লেখ্য, ২য় তালাক দেওয়ার পর থেকেই স্ত্রীর সাথে আমার সম্পর্ক নেই। এক্ষণে এটা কি তিন তালাক হিসাবে গণ্য হবে?


প্রশ্নে উল্লেখিত বিবরণ অনুযায়ী ২য় তালাক দেওয়ার পর ইদ্দতকাল তথা তিন মাসের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে না নেওয়ায় বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে (বাক্বারাহ ২/২২৯)। এমতাবস্থায় স্বামী-স্ত্রী পরস্পরে সম্মত হ’লে নতুন বিবাহের মাধ্যমে পুনরায় ঘর-সংসার করতে পারে (বাক্বারাহ ২/২৩২; তালাক ৩৫/১; বুখারী … Continue reading

Posted in তালাক নেওয়ার পর বর্তমানে ফিরে আসতে চাইলে করণীয় কি?, তালাক হাসতে হাসতে দি‌লে তালাক হ‌য়ে যা‌বে কী?, তালাকপ্রাপ্তা স্ত্রীকে দ্বিতীয়বার বিবাহ করা যায় কি?, স্ত্রী খোলার মাধ্য‌মে বি‌চ্ছে‌দের পর পুনরায় স্বামীর নিকট যে‌তে পা‌রে?, স্ত্রী মোহরানা নিয়ে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, করণীয় কী?, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে কি?, স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে। কিন্তু স্বামী স্ত্রীকে ছাড়তে রাযী নয়।, স্ত্রী‌কে দেড় বছর পু‌র্বে তালাক দি‌য়ে ফেরত নেওয়া | Leave a comment

জনৈকা মহিলা তার বর্তমান স্বামীকে ছেড়ে দিয়ে পূর্বের প্রেমিককে বিবাহ করতে চায়। এক্ষণে বর্তমান স্বামীকে ত্যাগ করে নতুন বিবাহের ক্ষেত্রে শরী‘আতের নির্দেশনা কি?


যথাযোগ্য শারঈ কারণ ব্যতীত স্ত্রীর পক্ষ থেকে তালাক চাওয়া হারাম। কোন স্ত্রী এরূপ করলে তার জন্য জান্নাতের সুগন্ধি হারাম হয়ে যাবে (আবুদাউদ হা/২২২৬; ইবনু মাজাহ হা/২০৫৫; তিরমিযী হা/১১৮৭; মিশকাত হা/৩২৭৯)। এক্ষণে কোন শরী‘আতসম্মত কারণ থাকলে উক্ত মহিলা সমাজের দায়িত্বশীল বা … Continue reading

Posted in স্ত্রী বিদেশে অবস্থানরত তার স্বামীকে ডিভোর্স দিতে চায়..., স্ত্রী মোহরানা নিয়ে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, করণীয় কী?, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে কি?, স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে। কিন্তু স্বামী স্ত্রীকে ছাড়তে রাযী নয়।, স্বামীকে ত্যাগ করে নতুন বিবাহের ক্ষেত্রে শরী‘আতের নির্দেশনা কি? | Leave a comment

স্ত্রী বিদেশে অবস্থানরত তার স্বামীকে ডিভোর্স দিতে চায়, কিন্তু স্বামী তাতে ইচ্ছুক নয়। এক্ষেত্রে উক্ত স্ত্রীর করণীয় কি?


স্ত্রী যদি বৈধ কারণে ডিভোর্স দিতে চায় এবং স্বামী তাতে অসম্মত হয়, তবে স্ত্রীকে আদালতের অথবা ধর্মীয় নেতাদের সাহায্য নিতে হবে। তারা স্ত্রীকে প্রদত্ত স্বামীর দেনমোহর ফেরত প্রদানের মাধ্যমে উভয়কে বিচ্ছিন্ন করে দিবেন। ছাবিত বিন ক্বায়েস-এর স্ত্রীকে এভাবে ‘খোলা’-র মাধ্যমে … Continue reading

Posted in স্ত্রী খোলার মাধ্য‌মে বি‌চ্ছে‌দের পর পুনরায় স্বামীর নিকট যে‌তে পা‌রে?, স্ত্রী বিদেশে অবস্থানরত তার স্বামীকে ডিভোর্স দিতে চায়..., স্ত্রী মোহরানা নিয়ে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, করণীয় কী?, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে কি?, স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে। কিন্তু স্বামী স্ত্রীকে ছাড়তে রাযী নয়। | Leave a comment

স্ত্রী আদালতের মাধ্যমে স্বামীকে তালাক দিয়েছে। কিন্তু স্বামী স্ত্রীকে ছাড়তে রাযী নয়। এক্ষণে উক্ত স্ত্রীর জন্য করণীয় কি?


স্ত্রী স্বামীকে ‘খোলা’ করে থাকলে স্বামীকে তাতে বাধা দেওয়ার ক্ষমতা নেই। স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করার কুমতলব থাকলে কোনরূপ মালের বিনিময় ছাড়াই আদালত উভয়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। ছাবিত বিন ক্বায়েস-এর স্ত্রীকে ‘খোলা’-র মাধ্যমে রাসূলুল্লাহ (ছাঃ) বিচ্ছিন্ন করে দিয়ে ছিলেন। খোলা-র … Continue reading

Posted in তালাক দেওয়ার পর স্ত্রীকে ফেরৎ না নি‌লে গোনাহগার হব কি?, তালাক নেওয়ার পর বর্তমানে ফিরে আসতে চাইলে করণীয় কি?, তালাক হাসতে হাসতে দি‌লে তালাক হ‌য়ে যা‌বে কী?, তালাকপ্রাপ্তা স্ত্রীকে দ্বিতীয়বার বিবাহ করা যায় কি?, স্ত্রী খোলার মাধ্য‌মে বি‌চ্ছে‌দের পর পুনরায় স্বামীর নিকট যে‌তে পা‌রে?, স্ত্রী মোহরানা নিয়ে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, করণীয় কী?, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে কি?, স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে। কিন্তু স্বামী স্ত্রীকে ছাড়তে রাযী নয়।, স্ত্রী‌কে দেড় বছর পু‌র্বে তালাক দি‌য়ে ফেরত নেওয়া | Leave a comment

প্রায় তিন বছর যাবৎ আমার স্ত্রীর সাথে কোন যোগাযোগ নেই। সে আমার কাছ থেকে মোহরানা নিয়ে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়। এখন আমার জন্য করণীয় কী?


সংসারে ফিরে আসতে না চাইলে মোহরের দাবী ত্যাগ করে ‘খোলা’-র মাধ্যমে স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে পারে (নাসাঈ হা/৩৫১০)। বরং স্বামী পূর্বে মোহরানা পরিশোধ করে থাকলে তা ফেরত দিয়ে ‘খোলা’ করে চলে যেতে হবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩২৭৪)। অত:পর তার ইদ্দত … Continue reading

Posted in স্ত্রী মোহরানা নিয়ে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, করণীয় কী? | Leave a comment