Category Archives: কুরবানীর গোশত বণ্টনের সঠিক পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।

কুরবানীর মাসায়েল


(১) চুল-নখ না কাটা : উম্মে সালামাহ (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘তোমাদের মধ্যে যারা কুরবানী দেওয়ার এরাদা রাখে, তারা যেন যিলহজ্জ মাসের চাঁদ ওঠার পর হ’তে কুরবানী  সম্পন্ন  করা  পর্যন্ত  স্ব স্ব চুল ও নখ কর্তন করা … Continue reading

Posted in কুরবা‌নি পশুর বাচ্চা‌কে জাবাই কর‌তে হ‌বে কি?, কুরবাণী পশুর পেটে বাচ্চা থাকা অবস্থায় ঐ পশু করা যাবে কি?, কুরবাণীর পশুর পেটে বাচ্চা থাকা অবস্থায় ঐ পশু কুরবাণী করা যাবে কি?, কুরবানী উপলক্ষে জামাইয়ের বাড়ীতে পশু পাঠানো যায় কি?, কুরবানী একটির বেশী করা জায়েয হবে কি?, কুরবানী ছাগল ন্যাড়া বা শিং না উঠা হলে হবে কি?, কুরবানী ছালাত শেষে খুৎবা না শুনে কুরবানী করলে গ্রহণযোগ্য হবে কি?, কুরবানী দাঁত পড়ে যাওয়া পশু কে করা যাবে কি?, কুরবানী মহিষ দ্বারা করা যাবে কি?, কুরবানী মৃত ব্যক্তির নামে করা যাবে কি?, কুরবানী যারা করেনি তাদেরকে সমাজের অংশ থেকে গোশত দেওয়া যাবে কি?, কুরবানী সাত ভাগে দেয়া যাবে কি?, কুরবানীর উদ্দেশ্যে ছাগল ক্রয়ের পর বিক্রি করা যাবে কী?, কুরবানীর গোশত তিন ভাগ করা যাবে কি?, কুরবানীর গোশত বণ্টনের সঠিক পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।, কুরবানীর চামড়ার মূল্য ঈদগাহ নির্মাণ কাজে ব্যয় করা যাবে কি?, কুরবানীর চামড়ার মূল্য কি যাকাত বা ছাদাক্বার ৮টি খাতে দান করতে হবে?, কুরবানীর দিন কলিজা দ্বারা ইফতার করা সুন্নাত কি?, কুরবানীর দিন ছিয়াম রাখা যাবে কি?, কুরবানীর দিন ছিয়াম রাখা যায় কি?, কুরবানীর পশু অন্যের মাধ্যমে যবেহ করে নেওয়া যায় কি?, কুরবানীর পশু ঔষুধ প্রয়োগের মাধ্যমে মোটাতাজা করা যাবে কি?, কুরবানীর পশু কোন দিকে মাথা রেখে যবেহ করতে হবে?, কুরবানীর পশু ক্রয়ের পর খুঁতযুক্ত হয়ে গেলে সে পশু দিয়ে কুরবানী হবে কি?, কুরবানীর পশু পরিবর্তন করা যাবে কি?, কুরবানীর পশু মহিলারা যবেহ করতে কোন বাধা আছে কি?, কুরবানীর পশুর চামড়া ঈদুল আযহার পূর্বেই বিক্রি করা যাবে কি?, কুরবানীর বকরীর পায়ের ক্ষুর কাটা যাবে কি?, কুরবানীর সাথে আকীকা দেয়া কি জায়েয?, কুরবানীলর ছাগল টিউমার অপসারণ করে কুরবানী করা বৈধ হবে কি? | Tagged | Leave a comment

আমাদের সমাজে ৫০টি পরিবারে ২৩১ জন লোক। আমরা কুরবানীর গোশত এক জায়গায় জমা করে ২৩১ ভাগ করে যে পরিবারে যত লোক সেই কয় ভাগ তাদেরকে দেই। এভাবে গোশত বণ্টন করা যাবে কি?


এরূপ কোন বিধান শরী‘আতে নেই। আল্লাহ বলেন, ‘(কুরবানীর গোশত) তোমরা নিজেরা খাও, যারা চায় না তাদের খাওয়াও এবং যারা নিজেদের প্রয়োজন পেশ করে তাদের খাওয়াও’ (হজ্জ ৩৬)। অতএব কুরবানী দাতাগণ স্ব স্ব কুরবানীর গোশতের এক-তৃতীয়াংশ একস্থানে জমা করে মহল্লায় যারা … Continue reading

Posted in কুরবানীর গোশত তিন ভাগ করা যাবে কি?, কুরবানীর গোশত বণ্টনের সঠিক পদ্ধতি জানিয়ে বাধিত করবেন। | Leave a comment

কুরবানীর গোশত বণ্টনের সঠিক পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।


উক্ত বিষয়ে আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা খাও এবং অভাবগ্রস্ত দরিদ্র লোকদের খাওয়াও’ (হজ্জ ২৮)। তিনি আরও বলেন, ‘তোমরা নিজেরা খাও, যারা চায় না তাদের খাওয়াও এবং যারা নিজেদের প্রয়োজন পেশ করে তাদের খাওয়াও’ (হজ্জ ৩৬)। ইবনু মাসঊদ (রাঃ) কুরবানীর গোশত … Continue reading

Posted in কুরবা‌নি পশুর বাচ্চা‌কে জাবাই কর‌তে হ‌বে কি?, কুরবানীর উদ্দেশ্যে ছাগল ক্রয়ের পর বিক্রি করা যাবে কী?, কুরবানীর গোশত তিন ভাগ করা যাবে কি?, কুরবানীর গোশত বণ্টনের সঠিক পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।, কুরবানীর দিন ছিয়াম রাখা যায় কি?, কুরবানীর পশু অন্যের মাধ্যমে যবেহ করে নেওয়া যায় কি?, কুরবানীর পশু কোন দিকে মাথা রেখে যবেহ করতে হবে?, কুরবানীর বকরীর পায়ের ক্ষুর কাটা যাবে কি? | Leave a comment