Category Archives: মানুষ মারা গেলে, মুছল্লীদেরকে জিলাপি দেয়া হয় যা‌বে কী?

সমাজে প্রচলন আছে, মানুষ মারা গেলে লাশ ঘরের বাইরে রাখা হয়। শরী‘আতে এমন কোন বিধান আছে কি?


শরী‘আতে এধরনের কোন বিধান নেই। এমন মনে করাটা কুসংস্কার।

Posted in মানুষ মারা গেলে লাশ ঘরের বাইরে রাখতে হয় কি?, মানুষ মারা গেলে, মুছল্লীদেরকে জিলাপি দেয়া হয় যা‌বে কী?, মানুষ মারা যাওয়ার পর ঢেকে দেওয়া হয় কেন? | Leave a comment

বি‌ভিন্ন অঞ্চলে মানুষ মারা গেলে, জুম‘আর দিন মসজিদের মুছল্লীদেরকে জিলাপি দেয়া হয় এবং ইমামকে মৃতের জন্য দো‘আ করতে বলা হয়। তিনি ছালাত শেষে সকলকে নিয়ে দো‘আ করেন। এটা কি শরী‘আত সম্মত?


মৃত ব্যক্তির নামে জুম‘আর দিন জিলাপি বিতরণ করা এবং সবাই মিলে তার জন্য উক্ত পদ্ধতিতে মুনাজাত করা যাবে না। কবরের পাশে গিয়ে অথবা যেকোন স্থান হ’তে মৃত ব্যক্তির জন্য একাকী হাত তুলে বা না তুলে দো‘আ করা যায় (মুসলিম হা/২২৫৫, … Continue reading

Posted in মানুষ মারা গেলে, মুছল্লীদেরকে জিলাপি দেয়া হয় যা‌বে কী? | Leave a comment